সারাদেশ

গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৩০

ময়মনসিংহের গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রতিযোগিতাটি হয়। কলেজ পর্যায়ে তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে "ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ" বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গফরগাঁও মহিলা কলেজ এবং রানার্স-আপ হয় গফরগাঁও সরকারি কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এশা তানহা।

বিচারকের দায়িত্ব পালন করেন গফরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হুদা ও প্রভাষক মো. রফিকুল ইসলাম এবং গফরগাঁও মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব ও প্রভাষক সাব্বির কামাল। প্রতিযোগিতার সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারুণ্যের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যুক্তির চর্চা ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।