“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে দিনাজপুরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইশতিয়াক আহমেদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল আজিজ, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সামাজিক বন বিভাগের বীট অফিসার মো. মহসিন আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ছাত্র প্রতিনিধি হারুন অর রশীদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মঞ্জুর রহমান মহবুর।
এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটি অনন্য উদাহরণ বলে আয়োজকরা উল্লেখ করেন।
মতামত