সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত আব্দুল বারীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার (১৯ জানুয়ারি) সকালে নিহতের বাড়ি পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে রুমানা মাহমুদ বলেন, আব্দুল বারী হত্যার সাথে জড়িত কেউই পার পাবে না। তাদের অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। আজ আপনাদের চোখের পানি বলে দেয়, আপনারা কতটা কষ্টে আছেন। এই পরিবারের পাশে সবাইকে থাকতে হবে। পরিবারের একমাত্র সন্তানের দিকেও খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, এই ঘটনায় যারা জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলা বিএনপি এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এস.এম. নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান তারেক, বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. রেজাউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলীসহ দলীয় নেতাকর্মীরা।
এলাকাবাসী ও উপস্থিত নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল বারী সেখ (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের একজনের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে বহুলী বাজারে যাওয়ার পথে বারী সেখের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত সাতজনকে গ্রেফতার করেছে, যারা বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।
মতামত