বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন চলবে। কারণ শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। স্বৈরাচারদের বিচার না হলে এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করবে। সেই সুযোগ যেন না পায় তারা।
শনিবার (১৮ জানুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শামা ওবায়েদ দলের নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন।
তিনি আরো বলেন, এই আন্দোলনে বহু ছাত্র-জনতাকে হারিয়েছি। গত ১৫ বছর ধরে গণতন্ত্র ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এসময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনা কারণে জেল খেটেছেন।
শামা ওবায়েদ আরও বলেন, যারা এসব অপকর্মের সাথে জড়িত, তাদের গ্রেফতার ও বিচার করতে হবে। স্বৈরাচারদের বিচার না হলে এই দেশে গণতন্ত্র থাকবেনা।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের দোহাই দিয়ে আপনাদের ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। দল ভারি করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারী করার দরকার নেই। বিএনপিকেই শক্তিশালী করতে হবে।
মতামত