সারাদেশ

সড়ক পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় রাউজানের তরুণ নিহত

সড়ক পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় রাউজানের তরুণ নিহত

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, রাত ৯:৪২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মনিয়াপুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান (২৪) নামে রাউজানের এক তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাইফুর রহমান সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুর রহমান রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের পশ্চিম ফতেহনগর এলাকার খুরশেদ বাপের বাড়ির মতিউর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ব্যাংকার জিল্লু চৌধুরী জানান, সাইফুর রহমান দৈনিক চুক্তিভিত্তিক দিনমজুরি কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।