সারাদেশ

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, রাত ৯:৪০

কনকনে শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়াতে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা প্রেস ক্লাব। 

শনিবার (১৮ জানুয়ারি) মাটিরাঙ্গা প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এমন মহৎ উদ্যোগ সমাজে মানবিকতার নতুন দিগন্ত উন্মোচন করে।

প্রেস ক্লাব সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল বলেন, শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের খানিকটা উষ্ণতা দিতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

সুবিধাভোগীরা প্রেস ক্লাবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে মাটিরাঙ্গা প্রেস ক্লাব ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী এবং প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।