অপরাধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, রাত ৯:২৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এক ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনার অপরাধে ভিতরবন্দের ভাঙ্গামোড়ে অবস্থিত মেসার্স এস এস ফোর নামক ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কাঁচা ইট নষ্ট করে ভাটাটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। 

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।