সারাদেশ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, রাত ৯:২৩

শহীদ জিয়াউর রহমানের ৮৯-তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের তিন শতাধিক সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। 

এ সময় উপস্থিত ছিলেন রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশা শেখ, সদর উপজেলা বিএনপি নেতা সোহেল রানা ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তমাল, যুবদল নেতা মির্জা সুরুত জামান এবং হাসান মাহমুদ।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে মির্জা মোস্তফা জামান বলেন, তীব্র শীতে দেশজুড়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যমুনা পাড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।