ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে।
গত শনিবার (১১ জানুয়ারি) রাতে নিখোঁজ হওয়া রুবেল মিয়া (৩০)-এর মৃতদেহ সাতদিন পর ১৮ জানুয়ারি, শনিবার বাদপুকুর গ্রামের এক বাড়ির পায়খানার সিলাপ থেকে উদ্ধার করা হয়।
রুবেলের পরিবার জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি একই গ্রামের সাগরের সঙ্গে বাড়ি ফেরার পথে ছিলেন। তবে সেই রাতেই রুবেল আর বাড়ি ফেরেননি। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাদপুকুর গ্রামের দুলাল নামের এক ব্যক্তির বাড়ির পায়খানার সিলাপ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। সিলাপ খোলার পর দেখা যায়, রুবেলের মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় গ্রামের বাসিন্দাদের সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুবেলের সঙ্গী সাগর। ঘটনার পর সাগর পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক ধারণা, রুবেলের মৃত্যুর সঙ্গে সাগরের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
রুবেলের পরিবার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। অন্যদিকে, এ ঘটনায় পুরো এলাকায় শোক এবং উত্তেজনা বিরাজ করছে।
মতামত