রাজনীতি

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : জামায়াতের আমীর

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : জামায়াতের আমীর

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩৯

রাজশাহীতে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কর্মী সম্মেলনের আয়োজন করেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের শাসন কায়েমের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যারা এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাদেরকে বলছি—এটা বন্ধ করুন। অন্যথায়, আমরা জানিয়ে দিতে চাই, আমাদের লড়াই এখনও চলছে।

তিনি আরও বলেন, দুর্নীতি এবং দুশাসনের কবর রচনা করতেই আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন। এখনো যারা অফিস-আদালতে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, দখলবাজি এবং মামলা বাণিজ্যে লিপ্ত, তাদের এই সব কাজ শহীদদের আত্মাকে কষ্ট দেয়। আমরা চাই, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সকল ধর্ম, বর্ণ, এবং দলের মানুষের জন্য ইনসাফ নিশ্চিত হবে।

দলটির আমীর আরও উল্লেখ করেন, যারা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার এই পরিবেশ তৈরি করেছেন, তারা জাতীয় বীর। তাদের ঋণ আজীবন স্মরণ রাখতে হবে। এই ঋণ জাতির কাছে পবিত্র দায়িত্ব।

এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই রাজশাহীর মাদ্রাসা মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। এটি দীর্ঘ দুই দশক পর জামায়াতের রাজশাহী অঞ্চলে এমন বৃহৎ কর্মসূচি।

সম্মেলনের সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। এতে আরও বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন।

সম্মেলন পরিচালনা করেন মহানগর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল এবং সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন।