সারাদেশ

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল

দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে বিরলে স্বাগত মিছিল

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০৩

দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলনকে সফল করতে এবং আমীরের আগমন উপলক্ষে দিনাজপুর জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।

এই সম্মেলনকে কেন্দ্র করে শনিবার দুপুরে বিরল উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বিরল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তোলা মোড়ে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা (উত্তর) এর নায়েবে আমীর এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অব.) মাওলানা এ কে এম আফজালুল আনাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী।

এছাড়া, মিছিলে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মো. আব্দুর রশীদ, সেক্রেটারি আজমীর হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।