রাজনীতি

কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা ৯টি উপজেলা এবং ৩টি পৌরসভাসহ মোট ১২টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নবগঠিত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটি।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

শনিবার, ১৮ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দিনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে শীঘ্রই বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে।