ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিন হলের নেতা মোঃ মোস্তফা সরকার নিশাত (২৭) গ্রেপ্তার হয়েছেন।
ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের অফিসার ইনচার্জ ও অন্যান্য সদস্যরা মসিক নগরীর কলেজ রোড এলাকায় গত ১৭ জানুয়ারি, শুক্রবার রাত ১ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মোঃ মোস্তফা সরকার নিশাত, জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার মৃত আয়নাল হক এবং মৃত মমতাজ বেগমের ছেলে। তাকে ডিএমপি ডিবি ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
এই গ্রেপ্তার নিয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ জানিয়েছে, এটি তাদের এক সফল অভিযান।
মতামত