সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলা

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:৫২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সীমান্তে গাছের ডাল ও জমির গম কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ভারতীয় নাগরিকরা। এ ঘটনায় বিএসএফের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কানি দিয়ে তান্ডব চালানোর অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তের বিনোদপুরে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

স্থানীয়দের দাবি, ভারতীয় জনগণ ও বিএসএফ সীমান্তে তাণ্ডব চালিয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে এবং গাছপালা ও ফসলের ক্ষতি করছে। বিএসএফ বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং তাদের তুলে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ৫ জানুয়ারি বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করেছিল। বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণকাজ শুরু করে। পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয় এবং বিজিবি বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক শেষে বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণকাজ বন্ধ রাখে।