সারাদেশ

নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নির্বাহী কর্মকর্তা বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:৪১ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:৪৫

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা বিরুদ্ধে ভূইফোর সংবাদকর্মী নামধারীদের ভূইফোর অনলাইন পোর্টালে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সন্দ্বীপের ১২টি সামাজিক সংগঠন। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সমন্বয়ক মো. আশ্রাফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন জনি, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, মুছাপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কোব্বাদ মেম্বার, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হেসেন মুকুল, সন্দ্বীপ ইমাম খতিব মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ দিদারুল আলম, পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রায়হানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাউছার চেয়ারম্যান, সহ সভাপতি হুমায়ুন কবির সওদাগর, হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ।

সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, ক্রিড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য শাহাদাত হোসেন, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কাজী শামসুল আহসান খোকন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদ, সন্দ্বীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরাম, সন্দ্বীপ অধিকার আন্দোলন, সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন, ইশা ব্লাড ডোনার ফোরাম সন্দ্বীপ, সন্দ্বীপ ছাত্র যুব পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও রিগ্যান চাকমা ৫ আগস্টের পূর্ববর্তী সময় থেকে দক্ষতার সাথে সন্দ্বীপ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা করে চলেছেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার মেনে নেবে না স্থানীয় জনগণ। মানববন্ধনে শামসুল আজম মুন্না নামে কথিত সমন্বয়ককে সন্দ্বীপে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।