অপরাধ

পানছড়িতে অর্তকিত সন্ত্রাসী হামলায় তিনজন আহত

পানছড়িতে অর্তকিত সন্ত্রাসী হামলায় তিনজন আহত

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৫৩ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:৫৯

খাগড়াছড়ির পানছড়ি আঞ্চলিক মহাসড়কের লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকায় মোটরসাইকেল আরোহীদের উপর সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালিয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি থেকে পানছড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুর রহিম, মো. সোহাগ এবং মোহাম্মদ আজাদ হোসেন বাবু। তারা যথাক্রমে উপজেলার মধ্যনগর, কলোনি পাড়া এবং দমদম এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের মতে, লতিবান প্রিন্সিপাল পাড়া এলাকায় ছয় থেকে সাতজন সন্ত্রাসী তাদের পথরোধ করে। এরপর সন্ত্রাসীরা অর্তকিতভাবে তাদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী মোহাম্মদ আজাদ হোসেন বাবু জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে তারা তিনজন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, এ অঞ্চলে এমন ঘটনা নতুন নয়। এলাকাবাসী ধারণা করছেন, ঢাকার এনসিটিবি ঘটনার প্রতিক্রিয়ায় পাহাড়ি সন্ত্রাসীরা বাঙালিদের ওপর এমন হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীমউদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে পুলিশ তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন তিনি।