দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিরল প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিগত ১৫-১৬ বছরে সাংবাদিকদের উপর দলীয়করণের চাপ সৃষ্টি করা হয়েছে। সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশে বাধা দেওয়া হয়েছে। আপনাদের নির্ভয়ে কাজ করে যেতে হবে এবং সত্য লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক মোঃ আক্কাশ আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ এবং সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর।
সভায় আরও বক্তব্য রাখেন বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন এবং প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নুরে আলম সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, মহবুর রহমান, মুরসালিন হোসেন, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন ও এ বি মাসুম।
আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা কারও প্রভাবিত না হয়ে নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। সাংবাদিকতা এমন একটি পেশা, যা মানুষের কাছে আপনাদের সম্মানিত করে তুলবে। আমি আশা করি, আপনাদের লেখনী সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে।
মতামত