নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে আত্মপ্রকাশ করল নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বোরহানউদ্দিনের ফুড ক্যাপিটাল রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংস্থার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা আক্তার মিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম রুবেল।
তিনি তার বক্তব্যে বলেন, অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমি এই সংস্থার পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, ব্যবসার প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করবে। উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, নানা প্রতিকূলতার মধ্যে তারা ঘর-সংসার সামলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্যবসার প্রসারে শ্রম দিচ্ছেন। এমন একটি উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পথচলাকে আরও মসৃণ করবে।
উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে ছিলেন কনিকা আক্তার কলি, লাবনী বেগম, লিমা আক্তার, ইসরাত জাহান সুমাইয়া, আনিসা আফরিন আখি, রুবিনা আক্তার, শারমিন আক্তার লিমা, রুবিনা আক্তারসহ আরও অনেকে। আয়োজকরা জানান, এই আয়োজন ভবিষ্যতে নারীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করবে এবং উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভোলার নারীদের নিপুণ হাতে তৈরি করা পণ্য ইতোমধ্যে স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এসব পণ্য অনলাইন ও সরাসরি বিক্রির মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন এবং নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মতামত