সারাদেশ

সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি

সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি

ছবি : সালথায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ


প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৫ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, রাত ১১:৩৩

"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার"—এই স্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সালথা উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকিরের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

সালথা উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, মুদি দোকান, কাঠের ফার্নিচার দোকান, ওষুধের দোকান, মার্কেট, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। ভ্যানচালক, অটোচালক এবং সাধারণ মানুষের মাঝেও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালথা উপজেলার আহ্বায়ক ফারুক ফকির, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, সহ-সভাপতি এনায়েত মৃধা, বোয়ালমারী উপজেলার সদস্য সচিব মতিউর রহমান, সালথা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা ইমরান ও হেদায়েত উল্লাহ, সদস্য সচিব সজীব আল হোসাইন এবং অর্থ সম্পাদক সোহেল মোল্যা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

লিফলেট বিতরণ শেষে নেতারা বলেন, গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আমরা পরিবারকেন্দ্রিক রাজনীতিকে পেছনে ফেলে একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষা ও অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলায় রূপান্তরিত করাই আমাদের স্বপ্ন।

তারা আরও বলেন, সমান অধিকারের ভিত্তিতে আমরা সমাজে ন্যায্যতার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য, এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সবার পাশে থাকার অঙ্গীকারই আমাদের পথচলার অনুপ্রেরণা।