চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো ইকো পার্কে করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
দুপুরে সমিতির সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা মোঃ হামিদ খান এবং দ্বিতীয় উপদেষ্টা মোঃ রফিক সমিতির বিভিন্ন কার্যক্রমে সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। সহসভাপতি মোঃ গফুর, সেক্রেটারি মোঃ আকবর এবং সহসেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম সমিতির বিভিন্ন উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। আইন ও বিচার সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম (অন্তর) সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও দফতর সম্পাদক মোঃ রনি এবং সদস্য মোঃ বেলাল, ওরজুন বাবু, মোঃ রেজাউল করিম, মোঃ মাহিদুল ইসলাম ফরহাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমিতির কার্যক্রম সুশৃঙ্খল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার কারখানা ছাড়া শো-রুম বন্ধ না রাখলে এক হাজার টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির অফিস ঘর বরাদ্দের বিষয়েও সম্মতি জানানো হয়। সমিতির কোনো সদস্য মৃত্যুবরণ করলে দোকান বন্ধ রাখা এবং মৃত্যুর খবর প্রচারের জন্য মাইকিংয়ের ব্যবস্থার সিদ্ধান্ত হয়। পাশাপাশি, সমিতির কার্যক্রম থেকে দালাল মুক্ত রাখার নীতিও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এই বনভোজন এবং আলোচনা সভাকে সমিতির সদস্যদের মধ্যে সম্প্রীতি ও একতাবোধ বৃদ্ধির একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।
মতামত