সারাদেশ

শ্রীবরদীর চারণ সাংবাদিক মরহুম বকুলের শোকাহত পরিবারের পাশে মোহনা টেলিভিশন

শ্রীবরদীর চারণ সাংবাদিক মরহুম বকুলের শোকাহত পরিবারের পাশে মোহনা টেলিভিশন

প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৩৯

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি ও শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি মরহুম রেজাউল করিম বকুলের শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন মোহনা টেলিভিশন। 

গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী  উপজেলার তাতিহাটি ইউনিয়নের গেরামারা গ্রামের প্রয়াত বকুলের গ্রামের বাড়িতে আসেন মোহনা টিভির ডেক্স  ইনচার্জ ও বিশিষ্ট উপস্থাপক মো মাহমুদ হোসেন। পরে মরহুমের কবর জিয়ারত শেষে তার শোকাহত পরিবারের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন মোহনা টিভির দায়িত্বশীল এ কর্মকর্তা। 

শোকাহত পরিবারবর্গের হাতে তুলে দেয়া হয় মোহনা টিভি কর্তৃক অনুদান হিসেবে নগদ দু লক্ষ টাকা। 

এসময় শেরপুর  প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধাঁর,

শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, টিভি চ্যানেল news24 ও দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, মোহনা টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি  মফিজ উদ্দিন, জামালপুর প্রতিনিধি ওসমান হারুনী ,  নব যোগদান কৃত শেরপুর  জেলা প্রতিনিধি প্লাবন সরকার, সমাজসেবক হাসান বিদ্যুৎ, নারী উদ্যোক্তা জেরিন, সংবাদ কর্মী খোকন, জয়ন্ত, মরহুম সাংবাদিক বকুলের মেয়ের জামাতা

এএসআই সাদ্দাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।