সারাদেশ

তারেক রহমানের নির্দেশে শীতার্তদের পাশে ছাত্রনেতা রায়হান শেখ

তারেক রহমানের নির্দেশে শীতার্তদের পাশে ছাত্রনেতা রায়হান শেখ

প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:৪১

সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্রনেতা মো. রায়হান শেখ এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন তিনি।

রায়হান শেখ বলেন, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। বিএনপির একজন কর্মী হিসেবে সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ইসলামিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সৈনিক সেখ, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রনেতা মো. জিসানুর রাহাত ফারদিন, ছাত্রনেতা মো. মাহিন সেখ, মো. রেদুয়ান সেখ, সরকারি কলেজের ছাত্রনেতা মো. বিশাল ভূঁইয়া, পৌর ছাত্রদলের সদস্য ও ঢাকার রাজপথ থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা মো. অসিম সেখ।

এছাড়াও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আকাশ সেখ, সভাপতি পদপ্রার্থী মো. আহাদ সেখ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদল নেতা মো. সিফাত সেখ এবং ছাত্রদলের কর্মী মো. অনিক সেখ, মো. দীপ সেখ, মো. উৎস, মো. মেহেদীসহ আরও অনেকে এই উদ্যোগে অংশ নেন।