সারাদেশ

বিরলে ১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

বিরলে ১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৯

বিরলে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরল থানা পুলিশ।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, পুলিশ সুপার জনাব নাজমুল হাসান, (পিপিএম-সেবা) নির্দেশনা ও তত্ত্বাবধানে দিনাজপুর জেলার বিরল বিরল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে অদ্য ইং ১৭/০১/২০২৫ তারিখ রাত্রি অনুমান ০০.১০ ঘটিকায় গোপন সূত্রে জানতে পারে যে, বিরল থানাধীন ৮নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত রানীপুর গ্রামস্থ কালিয়াগঞ্জ টু কামদেবপুরগামী পাকা রাস্তা দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়া যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিরল থানার এসআই (নিঃ)/মোঃ আমিনুল কবির এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনাস্থল ৮নং ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত রানীপুর গ্রামস্থ কালিয়াগঞ্জ টু কামদেবপুরগামী পাকা রাস্তার বনবিভাগের চেকপোস্ট এর সামনে একই তারিখ রাত্রি অনুমান ০০.৩০ ঘটিকায় পৌছাইলে কয়েকজন আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হইতে আসামী ১। মোঃ আঃ সালাম (৩০), পিতা- মোঃ আঃ লতিফ, মাতা- মৃত শরিফন, সাং ধর্মজইন কারলিয়াপাড়া, থানা- বিরল, জেলা- দিনাজপুরকে ০২টি প্লাষ্টিকের বস্তাসহ হাতে নাতে আটক করে। ০২টি প্লাষ্টিকের বস্তা ফেলে আরোও অজ্ঞাতনামা ২/৩জন আসামীসহ কৌশলে পালিয়ে যায়। সেই সময় ধৃত আসামী মোঃ আঃ সালাম এর এর কাঁধে থাকা ০২টি হালকা টিয়া রংয়ের ছোট প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে প্রতি বস্তার মধ্যে কালো পলিথিনে রক্ষিত ২৫বোতল করে ০২টি বস্তায় মোট (২৫+২৫)=৫০ বোতল এবং ২ জন আসামীদ্বের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে প্রতি বস্তার মধ্যে কালো পলিথিনে রক্ষিত ২৫বোতল করে ০২টি বস্তায় মোট (২৫+২৫)=৫০ বোতলসহ সর্ব মোট =১০০ (একশত) বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় আমদানী নিষিদ্ধ তরল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। এসংক্রান্তে আসামীদের বিরুদ্ধে বিরল থানায় সূত্রে বর্ণিত মামলা রুজু করা হয়। বিরল থানার মামলা নং-১৯/১৯, তারিখ ১৭/০১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১। এ রিপোর্ট লেখাকালীন আটককৃতআসামীকে আদালতে সোপর্দের কার্যক্রম চলছিল।