সারাদেশ

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৬

দিনাজপুরের বিরলে কাবিং করবো, সবুজ বাংলাদেশ গড়বো প্রতিপাদ্য নিয়ে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও স্কাউট শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার কর্মকর্তাবৃন্দ।

১৭ই জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে তুলাই ও টাঙ্গন দুইটি সাব ক্যাম্পে উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ের ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬৮ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে ৫ দিন ব্যাপি কাব ক্যাম্পুরীর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) চৈতন্য কুমার রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা শাখার সাবেক সম্পাদক আনিছুজ্জামান মিলন, বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আক্কারুল, বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার সম্পাদক মোঃ হাসান আলী, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান, বিরল প্রেস ক্লাবের আহবায়ক আতিউর রহমান ও সদস্য সচিব তাজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা সম্পাদক এ কে এম ইকরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোসাঃ গুলনাহার খানম ও ইউনিট লিডার মোঃ মতিয়ার রহমান।