সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, স্বেচ্ছাসেবক লীগের একজন নেতাকে ইউনিয়ন কৃষকদলের সভাপতির পদ দেওয়া হয়েছে।
জানা গেছে, দেশিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাছেদ আলীকে দেশিগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি করা হয়েছে। এ ঘটনায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্যান্য ইউনিয়নেও এমন অনিয়ম ও বিতর্কিত নিয়োগ নিয়ে সমালোচনা চলছে।
গত শনিবার (১৩ জানুয়ারি) তাড়াশ প্রেসক্লাব চত্বরে দেশিগ্রাম ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা উপজেলা ও জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে দাবি করা হয়েছে, এসব কমিটি গঠনে অনৈতিক সুবিধার মাধ্যমে আওয়ামী লীগের অনুসারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে চাপের মুখে তাড়াশ উপজেলা বিএনপি দ্রুত ব্যবস্থা নেয়। গত বৃহস্পতিবার রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেনকে। সদস্য হিসেবে আছেন সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ এবং প্রবাসী কল্যাণ সম্পাদক মো. আব্দুল মালেক। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফছার আলী এবং সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, কমিটি গঠন প্রক্রিয়ায় কোনো অনৈতিকতা ছিল না এবং এটি সংগঠনের উন্নয়নের লক্ষ্যে করা হয়েছে।
তবে পদবঞ্চিত নেতাকর্মীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মতামত