জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের ডেবরাইপ্যাচ গ্রামে প্রতিষ্ঠিত ‘ডেবরাইপ্যাচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’-এর নাম পরিবর্তন ও স্থানান্তরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২০২৩ সালে কলেজটির নাম পরিবর্তন করে ‘আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’ রাখা হয় এবং এটি গিলাবাড়ী এলাকায় স্থানান্তরিত করা হয়। এ সিদ্ধান্তে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে ফুঁসে ওঠেন।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসী একটি মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তারা কলেজটির আগের নাম ও অবস্থান পুনঃস্থাপনের জোর দাবি জানান। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য মো. জোনায়েদ হাসান ও ইমরানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, কলেজের বর্তমান অধ্যক্ষ আনোয়ার কবিরের অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধন শেষে এলাকাবাসী তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, কলেজটির স্থানান্তর স্থানীয় শিক্ষার্থীদের জন্য মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করেছে। ডেবরাইপ্যাচ গ্রামের শিক্ষার্থীরা সহজে যাতায়াত করে শিক্ষাগ্রহণের যে সুবিধা ভোগ করত, তা হারিয়ে গেছে।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, তারা চান কলেজটি আগের নাম ও অবস্থানে ফিরিয়ে আনা হোক। তারা আশাবাদী যে স্থানীয় প্রশাসন তাদের দাবিগুলো দ্রুত মেনে নেবে এবং এই সমস্যার একটি কার্যকর সমাধান করবে।
ডেবরাইপ্যাচ টেকনিক্যাল কলেজের স্থানান্তর নিয়ে এলাকাবাসীর এই ঐক্যবদ্ধ প্রতিবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন সকলের প্রত্যাশা, কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীদের পূর্বের সুবিধাগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে।
মতামত