ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমারের জোড়াবাড়ীতে নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) রাতে উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নে আত্মবিশ্বাস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনু\'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজির উদ্দিন সরকার।
২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সফিকুল ইসলাম সাবলু\'র পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মারুফ সুজন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আজিজুর হক বাচ্চা মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাদিমুল হক প্রমূখ।
খেলায় অংশগ্রহণ করে মা ডিজিটাল স্কেল সোনাহার ও হযরত কম্পিউটার ভাউলাগঞ্জ । এতে প্রথম আর্ধে ব্যাড করে ভাউলাগঞ্জ ৯ ওভারে ৭৫ রান করতে সক্ষম হয় পরবর্তীতে মা ডিজিটাল স্কেল ব্যাড করে এবং তারাও ৯ ওভারে ৭৫ রান করে ম্যাচ ড্র হয়, এবং পরবর্তীতে সুপার ওভারে প্রথমে ব্যাড করে ভাউলাগঞ্জ ১ ওভারে ৪ রান করতে সক্ষম হয়, আমন্ত্রণ জানায় মা ডিজিটাল স্কেল সোনাহারকে তারা ব্যাড করতে এসে ৩ বলেই উইকেট হারায় এবং ওভারে শেষ বলেও উইকেট হারায় তারা পরে এতে জয় লাভ করে হযরত কম্পিউটার ভাউলাগঞ্জ।
মতামত