জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৫ জানুয়ারী ২০২৫) কাতারের আল ওয়াকরায় অবস্থিত সংস্থার অর্থ সম্পাদক এরশাদুল আলমের বাণিজ্যিক কার্যালয়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
সদস্য সংগ্রহ উপ পরিষদের আহবায়ক মোহাম্মদ সহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া।
সদস্য সংগ্রহ উপ পরিষদের সদস্য সচিব ও সংস্থার অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজুল হক কনক।
সমন্বয়কারী মোহাম্মদ নোমান ইউসুফ এর সার্বিক তত্বাবধানে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, ত্রাণ ও দূর্যোগ পুণর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আন্জুমান আরা রুমা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ নাঈম শেখ, চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ শওকত আলী, সিলেট বিভাগ খাইরুল ইসলাম, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাফিজুল হক কনক উপ দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম ফয়সাল।
এসময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সদস্য নবায়ন ফরম নতুন সদস্য সংগ্রহের জন্য ফরম হস্তান্তর করেন সদস্য সংগ্রহ উপ পরিষদের আহবায়ক মোহাম্মদ সহিদ হোসেন। ৮ বিভাগের ৮ জন সাংগঠনিক সম্পাদক'কে কাতারে বিভিন্ন সিটিতে ৮ টি সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানের উদ্ভোধক মোহাম্মদ আশরাফুল ইসলাম।
মতামত