শেরপুর জেলার শ্রীবরদীতে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক।
এই উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কারুশিল্প, বিজ্ঞান, বই এবং পিঠা মেলা। এছাড়াও প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধে জনসচেতনতামূলক কর্মসূচি, প্রতিভা অন্বেষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মেলায় এওয়ার্ড ও বৃত্তি প্রদান ছাড়াও বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, একাডেমি সুপারভাইজার মোশাররফ হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা এ আয়োজনে অংশগ্রহণ করেন।
মতামত