সারাদেশ

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, রাত ১২:৪৬

রংপুরের কাউনিয়া উপজেলার ৬নং টেপামধুপুর ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প (সীড)" এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহজাদা মুহাম্মদ শরিফের উপস্থাপনায় এবং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সঞ্চালকের ভূমিকায় ছিলেন (সীড) প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সেলিম রেজা।

সভায় ইসলামিক রিলিফ বাংলাদেশের (সীড) প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকল্পটি গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদের টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় প্রকল্পের ভিশন, মিশন, মূল কার্যক্রম এবং কার্যক্রমের লক্ষ্য সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। 

এ সময় স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্প সম্পর্কে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন, যার যথাযথ উত্তর প্রদান করেন আয়োজকরা।

প্রকল্পটি কাউনিয়া ও পীরগাছা উপজেলার চারটি ইউনিয়নে মোট ২০০০ অতি দরিদ্র পরিবারের দারিদ্রতা হ্রাসে কাজ করবে। এটি একটি তিন বছর মেয়াদী প্রকল্প, যা দরিদ্র পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।