নওগাঁ সদর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জামায়াতের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন এবং ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ স ম সায়েম।
এছাড়া, উপজেলা নায়েবে আমির ক্বারি মাওলানা আজিজুর রহমান মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, বায়তুলমাল সেক্রেটারি আব্দুস সাত্তার, অফিস সেক্রেটারি মুসতফা খালিদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত নেতারা বলেন, এই উদ্যোগটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস মাত্র। শীতবস্ত্র পেয়ে দরিদ্র মানুষেরা অনেক খুশি এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত