যুক্তরাষ্ট্র প্রবাসী নাজমুল ইসলাম নাহিদের সহায়তায় এবং জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদের সহযোগিতায় সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম নিয়ে এম এ ওয়াদুদ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নাজমুল ইসলাম নাহিদ আমাদের সংগঠনে অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সহায়তা দিয়েছেন। আমি এসব শীতবস্ত্র দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেছি। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো অনেক খুশি।
এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে এবং শীতার্তদের মুখে হাসি ফুটিয়েছে।
মতামত