সারাদেশ

তাড়াশে প্রায় দুই শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তু ও স্কুল ব্যাগ বিতরণ

তাড়াশে প্রায় দুই শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তু ও স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, রাত ১০:৫০

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় দুই শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তু ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে । অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমা‌দের নৈতিক দায়িত্ব। মানুষ মানুষের জন্য, দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীরা দেশ ও সমাজের অংশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় দোবিলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তু ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 

বুধবার (১৫ জানুয়া‌রি) বিকেল ৩টায় দো‌বিলায় এই শীতবস্তু ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, দোবিলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, জিন্দানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন আনসারী, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, বি এন পির নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা আবুসামা, সোহেল প্রধান, কৃষক দলের নেতা আরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকারিয়া উক্ত বিদ্যালয়ের শিক্ষক সহ আরো অনেকে।