সারাদেশ

পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা

পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, রাত ১০:০৪ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, রাত ১০:০৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা পদ ফিরে পেয়েছেন। বুধবার টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

গত ৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধার পদ স্থগিত করে জেলা কৃষক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান এবং সদস্য সচিব শামীমুর রহমান খান স্বাক্ষরিত পত্রে তার পদ স্থগিত করা হয়। 

তবে, এই স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে একটি পত্রে বলা হয়েছে, শুভেচ্ছা রইল। গত ৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক পদ থেকে স্থগিত করা হয়েছিল। 

নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হইল। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

স্থগিতাদেশ প্রত্যাহারের খবরে আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা জানান, ভুল বোঝাবুঝির কারণে আমার পদ স্থগিত করা হয়েছিল। বিবেচনাপূর্বক স্থগিতাদেশ প্রত্যাহার করায় জেলা কৃষক দলের আহ্বায়ক দিপুর হায়দার খান ও সদস্য সচিব শামীমুর রহমান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামী দিনের বিএনপির ৩১ বাস্তবায়নে আমি মির্জাপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে কাজ করে যাবো।