শেরপুর জেলা শহরের শাহ মোতাসেম বিল্লাহ খুররম সড়ক (তিনআনী বাজার আরএইচডি রাস্তা হতে সোনার বাংলা বাসস্ট্যান্ড পর্যন্ত) এর ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শেরপুর পৌরসভার বাস্তবায়নে লোকাল গভর্নমেন্ট কোভিট-১ রেসপন্স এ্যান্ড রিকোভারি প্রজেক্ট এর অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, সচিব মোহাম্মদ বজলুল করিম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী ও জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাতেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি আপেল মাহমুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌর শহরের প্রধান সড়কের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার দু’পাশে উন্নত ড্রেন, ফুটপাত, স্ট্রিট লাইট এবং রাস্তা থেকে ড্রেনের পার পর্যন্ত ইউনিব্লক শোল্ডার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার টাকা এবং চুক্তি দর ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকা। কাজের সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মাস। লোকাল গভর্মেন্ট কোভিড-১ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এল জি সি আর পি) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
কাজটি সম্পন্ন করা হলে শেরপুর শহরের কলেজ মোড় থেকে নতুন বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধি সহ সাধারণ পথচারীর চলাচলের সুবিধা হবে বলে পৌর কর্তৃপক্ষ মনে করেন।
মতামত