সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি পিকআপ লুট করেছে একদল ডাকাত। এ সময় তারা পিকআপের হেলপার পারভেজকে তুলে নিয়ে যায়। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী টিটু সাহা জানান, সোনারগাঁওয়ের মেঘনা মিল থেকে ২৫ লাখ টাকার সয়াবিন তেল ৬০টি ড্রামে পিকআপে তোলা হয়। পরে চালক আমিনুল ভুঁইয়া ও তার সহযোগী পারভেজ তেল নিয়ে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন। ভোরে তারা ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
পিকআপ চালক আমিনুল ভুঁইয়া জানান, মাইক্রোবাস থেকে নামা লোকেরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ির কাগজপত্র চায়। কাগজ বের করার পর ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র ঠেকিয়ে হেলপারসহ পিকআপটি লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, তেলসহ পিকআপ লুটের বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত