রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন (৫৫) নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে তার ভাতিজা শহিদুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার রাতে শহিদুল ইসলাম বিরোধপূর্ণ জমি থেকে ভেপু মেশিন দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করেন। এ সময় আমজাদ হোসেন বাধা দিলে শহিদুল ইসলাম ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর আহত আমজাদ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পথে রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মতামত