"জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সামসুল হক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. আরিফুজ্জামান।
মতামত