সারাদেশ

প্রিপেইড মিটার সংযোগ নিয়ে গাইবান্ধায় গ্রাহকদের প্রতিবাদ

প্রিপেইড মিটার সংযোগ নিয়ে গাইবান্ধায় গ্রাহকদের প্রতিবাদ

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৫৮

গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে গ্রাহকদের তীব্র আপত্তি সত্ত্বেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীদের অতি উৎসাহী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। 

গ্রাহকদের দাবি, তাদের মতামত উপেক্ষা করে প্রিপেইড মিটার সংযোগ চাপিয়ে দেওয়ার পেছনে প্রকৌশলীদের অনমনীয়তার কারণ কী, তা নিয়ে তারা সন্দিহান।

বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালির স্টেশন রোডে বিদ্যুৎ গ্রাহকদের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব প্রশ্ন তোলেন বক্তারা। সমাজসেবক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, অ্যাডভোকেট ফারুক কবীর রাহিন, মনির হোসেন সুইটসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার সংযোগের ফলে গ্রাহকদের ওপর অতিরিক্ত চার্জ, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জের বোঝা চাপানো হচ্ছে। তারা এ ধরনের মিটার সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং নেসকোর নির্বাহী প্রকৌশলীদের দ্রুত অপসারণের দাবি জানান।

তারা আরও বলেন, গাইবান্ধার জনগণ এ ধরনের বিতর্কিত প্রকল্প গ্রহণ করবে না। আমরা যে কোনো মূল্যে প্রিপেইড মিটার সংযোগ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাব।

সমাবেশে বক্তারা নেসকো কর্তৃপক্ষকে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।