নাটোরের লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তার পারিবারিক উদ্যোগে ২০০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে তার নিজ বাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল ইসলামের ছোট ভাই আলহাজ্ব হুমায়ুন কবীর, ইউপি সদস্য এমদাদুল হক টিক্কা, সাইদুর রহমান, রকি, ছিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রবিউল ইসলাম রবি বলেন, বালিতিতা গ্রামে অনেক অসহায় ও দরিদ্র মানুষ বসবাস করেন। তাদের জন্য আমার পরিবারের এই সামান্য উদ্যোগ। ভবিষ্যতে সুযোগ পেলে আরও অনেকের জন্য সাহায্যের ব্যবস্থা করব।
এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং শীতের এই তীব্রতা মোকাবিলায় এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।
মতামত