সারাদেশ

কুমারখালীতে তারুণ্যের উৎসব -২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমারখালীতে তারুণ্যের উৎসব -২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:১৯ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪৮

 তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান  মেলা, ৯ ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

মঙ্গলবার কুমারখালী পৌর শিশু পার্কে উদ্ভোদন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

অনুষ্ঠানে তারুণ্যে ভাবনাকে সর্বচ্ছো গুরুত্ব দেওয়া হয়েছে।

সমাপনী দিনে  বুধবার (১৫ জানুয়ারি) সকালে  কুমারখালী পৌর শিশু পার্ক থেকে র্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এমন মিকাইল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কুমারখালী শিল্পকলার সাধারন সম্পাদক কে এম আলম টমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আসাদুজ্জামান আলীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।