সারাদেশ

২৫ জানুয়ারী জনসভা সফল করতে তাড়াশে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৫ জানুয়ারী জনসভা সফল করতে তাড়াশে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা শাখার আয়োজনে আগামী ২৫ জানুয়ারী নিমগাছী কলেজ মাঠে  জনসভা সফল করতে তাড়াশ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেল ৩টায় তাড়াশ উপজেলা জামায়াত কাযালয়ে উপজেলা আমীর খ.ম.সাকলাইনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মূতুজা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, কম পরিষদ সদস্য প্রভাষক আবুল বাশার, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব, উপজেলা বায়তুলমাল সম্পাদক ইউনুস আলী,মাগুড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোশাররফ হোসেন, দেশীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি  ইসাহাক আলী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক প্রমূখ। 

সভায় আগামী ২৫ তারিখের জনসভা সফল করতে তাড়াশ উপজেলা থেকে ২০হাজার লোকের উপস্থিত নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।