গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) নির্ধারিত সফরসূচি অনুযায়ী গত ১৪ জানুয়ারি ময়মনসিংহে পৌঁছান। সার্কিট হাউজ, ময়মনসিংহে উপস্থিত হলে জেলা পুলিশের সুসজ্জিত চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা মহোদয়ের সাথে কুশল বিনিময় করেন।
পরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন। সভায় সশস্ত্র বাহিনী, জেলা ও বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ রেঞ্জাধীন পুলিশ ইউনিট, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক বর্তমান সমাজের একটি বড় সমস্যা, যা কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে দমন করতে হবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ কঠোরহস্তে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের অভিযোগ আসলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে সতর্ক থাকতে হবে।
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান উপদেষ্টাকে রেঞ্জের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।
উপদেষ্টা মহোদয় সভায় আলোচ্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
মতামত