সারাদেশ

মির্জাপুরে স্কুল শিক্ষকের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

মির্জাপুরে স্কুল শিক্ষকের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, দুপুর ১:২৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের মৈশামুড়া এলাকায় অগ্নিকাণ্ডে এক স্কুল শিক্ষকের টিনশেড বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মৈশামুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল মাষ্টার।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর আশপাশের লোকজন প্রায় এক থেকে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতবাড়ি এবং এর ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে বিপুল ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত শিক্ষক উজ্জ্বল মাষ্টার এ ঘটনায় তার পরিবারকে সাময়িকভাবে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।