বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা এবং বাংলা নাটকের বরপুত্র নাট্যাচার্য সেলিম আল দীনের ১৭তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র থিয়েটারের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র থিয়েটারের সভাপতি মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে মঙ্গলবার (১৪ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা, গান, কবিতা এবং সেলিম আল দীনের লেখা নাটক ‘সংবাদ কাটুন’-এর অংশবিশেষ পাঠ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ড. মোঃ তানভীর আহমেদ সিডনি, সহকারী অধ্যাপক (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়), নাট্য ব্যক্তিত্ব কাজী শওকত (পরিচালক, বিবর্তন নাট্য গোষ্ঠী), ওস্তাদ শ্যামল সাহা, আব্দুল মতিন, নাট্যকর্মী রেজোয়ান মন্ডল, নাহিন খান, দিলীপ সূত্রধর এবং সিরাজুল ইসলাম রাসেল।
আবৃত্তি পরিবেশন করেন রবীন্দ্র থিয়েটারের নাট্যকর্মী মেহেদী হাসান হিমু, আহসান হাবীব, মওদুদ আহমেদ, অপু রায়। স্বরচিত কবিতা পাঠ করেন কাজী শওকত। নাটকের অংশবিশেষ পাঠ করেন আমিনুর ইসলামসহ অন্যান্য নাট্যকর্মীরা।
আলোচকরা সেলিম আল দীনের নাট্যচিন্তা, জীবনদর্শন এবং তার অনন্য সৃষ্টিকর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্র থিয়েটারের নির্বাহী সদস্য ও সংগীতশিল্পী রাকিবুল ইসলাম শুভ্র।
মতামত