ছবি : মুন টাইমস
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়"—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৪৬তম বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, বাগডোকরা নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ রইসুল আলম, ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রী নরেশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি ছিল।
মতামত