চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রুখসানা খানম। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন।
ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা এক্টিভিটির জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জুয়েল।
তিনি জানান, ইউএসএআইডি অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নে এবং জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
লাইট হাউজ প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এটি দরিদ্র জনগোষ্ঠী, বিশেষত আদিবাসী, প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
প্রকল্পের আওতায় উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, প্রশিক্ষণ, এবং স্থানীয় ভলেন্টিয়ার তৈরি করে সরকারি আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
মতামত