সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গাড়িচাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গাড়িচাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, রাত ১০:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ময়লার গাড়ির চাপায় আলামিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। 

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে, পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লা ডাম্পিং স্টেশনে। নিহত আলামিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে।

স্বজন ও পৌরসভার কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো আলামিন ময়লা ডাম্পিং স্টেশনে কাজ করছিলেন। ময়লা অপসারণের সময় দ্রুতগতিতে গাড়ি পেছনে নেওয়ার সময় লাইসেন্সবিহীন চালক আমির হোসেনের অবহেলায় আলামিন গাড়ির নিচে চাপা পড়েন। আহত অবস্থায় দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত সহকর্মী ও স্বজনরা চালকের বিচার এবং নিহতের পরিবারকে সহায়তার দাবি জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অস্থায়ী চালক আমির মিয়া পলাতক রয়েছেন।