সারাদেশ

বরগুনায় নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী পালিত

বরগুনায় নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, রাত ৯:০৭

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনা থিয়েটারের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালের এই দিনে (১৪ জানুয়ারি) বাংলা নাটকের এই কিংবদন্তি পৃথিবী থেকে বিদায় নেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা থিয়েটার নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় নাট্যকর্মীরা মোমবাতি প্রজ্বালন করেন এবং সেলিম আল দীনের বিখ্যাত নাটক কেরামত মঙ্গল ও কিত্তনখোলা থেকে অংশবিশেষ পাঠ করে তাকে স্মরণ করেন।

আলোচনা সভায় বরগুনা থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মুনিরুজ্জামান মুনির বলেন, "নাট্যকার সেলিম আল দীন দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব এবং নিউ এথনিক থিয়েটারের উদ্ভাবক ছিলেন। তাঁর সৃষ্টি বাংলা সাহিত্যকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। তাঁর অকাল প্রয়াণ বাংলা নাট্যচর্চার জন্য অপূরণীয় ক্ষতি।"

সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা তিনি। তাঁর রচিত নাটক ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।

নাট্যচর্চায় অসামান্য অবদানের জন্য সেলিম আল দীন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।