সারাদেশ

সিরাজগঞ্জে শিশু নির্যাতন, ইতিবাচক ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন

সিরাজগঞ্জে শিশু নির্যাতন, ইতিবাচক ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন

প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:০৪

সিরাজগঞ্জে শিশু নির্যাতন, ইতিবাচক ও জীবনরক্ষাকারী আচরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিরাজগঞ্জ।

কর্মশালাটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মো: হাবিবুল্লাহ র, এবং এতে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মো: মহিউদ্দিন আহমেদ খান, মো: আনোয়ার হোসেন, শাহিন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।